মার্শাল ম্যাকলুহান একজন কানাডীয় পণ্ডিত। তাঁর বিখ্যাত উক্তি: মাধ্যমই বার্তা। তাঁর গবেষণাকে প্রাযুক্তিক নির্ণয়বাদ বলে। তাঁর দুইটি মূল কথা: (১) প্রযুক্তি একটি আশীর্বাদ (২) সভ্যতা হলো প্রযুক্তির অগ্রযাত্রা "মাধ্যমই বার্তা" বলতে ম্যাকলুহান বুঝিয়েছেন মাধ্যম বা মিডিয়া হলো ভাষা, যার রয়েছে- (১) নিজস্ব কাঠামো (২) ব্যাকরণ ব্যবস্থা ফলে তাদেরকে সেই অনুযায়ী পাঠ করা সম্ভব। মাধ্যম ক্রমাগত আকার ও পুনরাকার পেয়ে থাকে। মৌলিক ভাবনা ১। মাধ্যম ও বার্তার মধ্যকার নতুন সম্পর্ক উদ্ভাবন ২। মানব ইতিহাসের ব্যাখ্যা এবং ৩। দুই ধরনের মাধ্যমের সংজ্ঞা। জুলাই ২১, ১৯১১ - ৩১ ডিসেম্বর, ১৯৮০ মাধ্যমই বার্তা যোগাযোগের উদ্দ্যেশ্যে অন্তর্গত বার্তাটি যাই হয়ে থাকুক, মাধ্যম নিজেই একটি বার্তা। যোগাযোগ মাধ্যম নাটকীয়ভাবে আমাদের ইন্দ্রিয়ানুভূতির ধরন এবং চিন্তাভাবনার উৎসকে বদলে দিচ্ছে৷ ফলে বদলে যাচ্ছে আমাদের সামাজিক কাঠামো। মাধ্যম হলো ব্যক্তির পরিবর্ধন। মাধ্যম জুড়ে পাঁচটি ইন্দ্রিয়ই ছড়িয়ে আছে৷ যার অর্থ-- ১। প্রতিটি মাধ্যম নিজস্ব শ্রোতা তৈরি করে। ২। মাধ্যম শেষ পর্যন্ত তার উপকরণের বৈশিষ্ট্য নির্ধারণ করে দে...
এখানে প্রেম আর বিপ্লব একই সাথে আসে। একই পথে চুপিসারে পাশাপাশি হাঁটে। এখানে বোধহয় তারা সমার্থক...