সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রামাণ্যচিত্র লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছয় ধরনের প্রামাণ্যচিত্র (six modes of documentary)

প্রামাণ্যচিত্রের ধরন [উৎপত্তির সময়কাল] : সাধারণ বৈশিষ্ট্য — সীমাবদ্ধতা কাব্যিক ধরন [১৯২০ এর দশক] : জগতের ভগ্নাংশগুলোকে পুনর্সজ্জিত করে কাব্যিকভাবে — সুনির্দিষ্টতার অভাব, অত্যাধিক বিমূর্ত  ব্যাখ্যামূলক ধরন [১৯২০ এর দশক] : সরাসরি ঐতিহাসিক জগতের ইস্যুগুলোকে সম্বোধন করে — অনেক বেশি উপদেশাত্মক পর্যবেক্ষণমূলক ধরন [১৯৬০ এর দশক] : ধারাভাষ্য ও পুনর্নির্মাণ বর্জন করে; সবকিছু যেভাবে ঘটে সেভাবেই পর্যবেক্ষণ করে — ইতিহাস ও প্রসঙ্গের অভাব অংশগ্রহণমূলক ধরন [১৯৬০ এর দশক] : সাবজেক্টকে সাক্ষাৎকার বা মিথস্ক্রিয়ায় অন্তর্ভুক্ত করে; আর্কাইভ ফিল্ম ব্যবহার করে ইতিহাসকে পুনরুদ্ধার করে — সাক্ষ্যদাতার ওপর অতিরিক্ত আস্থা, দুর্বল ইতিহাস, অনধিকার প্রবেশ করে আত্মবাচক ধরন [১৯৮০ এর দশক] : প্রামাণ্যচিত্রের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে, অন্যান্য রীতিকে অচেনা করে তোলে — দুরূহ, আসল ইস্যু থেকে দূরবর্তী পরিবেশনামূলক ধরন [১৯৮০ এর দশক] : সাধারণভাবে বস্তুগত হিসেবে বিবেচিত প্রকরণগুলোর ভাবগত আঙ্গিকের ওপর জোর দেয় — বস্তুনিষ্ঠতা থেকে সরে আসার কারণে এই ধরনের ছবিগুলি আভঁ-গার্দ হিসেবে ধরা হতে পারে; শৈলীর ‘অতিরিক্ত’ ব্যবহার

গ্লাস (১৯৫৮) : বার্ট হানস্ত্রা'র স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

ওলন্দাজ চিত্রনির্মাতা বার্ট হানস্ত্রা'র গ্লাস চলচ্চিত্রটি ১৯৫৯ সালে হল্যান্ডের প্রথম কোনো ছবি হিসেবে অস্কার লাভ করে। সচরাচর একে 'নিখুঁত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র' আখ্যা দেয়া হয়। ছবিটি নেদারল্যান্ডের কাঁচশিল্পকে বিষয় করে কাব্যিক রীতি তে নির্মিত। হানস্ত্রাকে যখন এই বিষয়ের ওপর কাজ করার বরাত দেয়া হয় তখন উনি সিদ্ধান্ত নেন সাদামাটা পরিবেশনের পরিবর্তে শৈল্পিকভাবে বিষয়টিকে উপস্থাপন করার। রঙিন এই চলচ্চিত্রটিতে পরিচালক একদিকে কায়িক শ্রম ও কারুশৈলীর সাহায্যে তৈরি করা শিল্পবস্তুর বিশেষত্ব দেখিয়েছেন। অপরদিকে ক্যামেরার চোখ দিয়ে কটাক্ষ করেছেন ওই একই শিল্পবস্তুর যান্ত্রিক উপায়ে ব্যাপক হারে উৎপাদনকে।            শ্রুতিমধুর জ্যাজ সঙ্গীতকে পশ্চাদপটে রেখে নির্মাতা দেখিয়েছেন ডাচ কাঁচ শ্রমিকরা কীভাবে যত্নের সাথে ছান্দসিকভাবে কাঁচ সামগ্রী  তৈরি করে চলেছেন। এই পর্বের সাথে বিপ্রতীপভাবে রোবোটিক বাজনা সহযোগে দেখিয়েছেন যন্ত্র চালিত কারখানায় সারি সারি বোতলের দ্রুতগতির উৎপাদন। যদিও মানুষকে না জড়িয়ে সেখানে নিরবিচ্ছিন্ন কাজ চলে না। যার তাৎক্ষণিক প্রমাণ হিসেবে দেখি, একটি ভাঙা...