সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উপন্যাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অধিনায়ক

অধ্যায় এক চেখভের বন্দুক: “গল্পের সাথে প্রাসঙ্গিক নয় এমন সমস্তকিছুকে সরিয়ে ফেলুন। যদি প্রথম অধ্যায়ে আপনি উল্লেখ করেন যে, দেয়ালে একটি রাইফেল ঝুলে আছে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়ে অবশ্যই তার থেকে গুলি ছুঁড়তে হবে। যদি গুলি-ই না করা হয়, তাহলে সেখানে বন্দুক থাকারও কোনো মানে হয় না।” আনোয়ারের নিজের পক্ষেও শুরুর এক-দুই লাইন পড়ে বোঝা সম্ভব না সামনে কী আসতে চলেছে। সে কবজি সামান্য উঁচু করে কৌশলে হাতঘড়িটা দেখে নিল: এগারটা বেজে একত্রিশ মিনিট। আড়াইটার আগে ওদের টিমকে মিন্টো রোডে রিপোর্ট করতে হবে। ভদ্রলোক ওদেরকে সামনের সোফাটা দেখিয়ে বললেন, বসো তোমরা। ‘থ্যাংক ইউ স্যার।’ হুইলচেয়ারটার দিকে আরেকবার দৃষ্টি দিয়ে আনোয়ার বসে। জাহিদও বসে  পাশেই। ভদ্রলোকের সোফার পাশেই হুইল চেয়ার রাখা। অথচ ওনার পা দুটো দিব্যি অক্ষত। সম্ভবত স্ট্রোক। স্ট্রোকই হবে। দুই পা ভালভাবে খেয়াল করলে বোঝা যায়। নিথর পড়ে আছে যেন। শরীরের সাথে জোড়া, অথচ শরীরের অংশ নয়। জমশেদ ইসলাম। সাবেক অর্থ উপদেষ্টা। ফাইলটা দ্রুত মনে করার চেষ্টা করে আনোয়ার। উপদেষ্টা থাকাকালীন ভদ্রলোক হুইল চেয়ার ব্যবহার করতেন না নিশ্চয়। ‘ইন্সপেক্টর,...