ইংরেজ সমাজতত্ত্ববিদ ও জীববিজ্ঞানী হারবার্ট স্পেনসারকে বলা হয় সমাজবিজ্ঞানের দ্বিতীয় জনক। তিনি 'সামাজিক ডারউইনবাদ'-এর একজন প্রচারক। স্পেনসারের বিখ্যাত 'জৈবিক সাদৃশ্যবাদ' সমাজ ও জীবকে বিশেষ সাদৃশ্যপূর্ণ বলে দাবি করে।
হারবার্ট স্পেনসার (১৮২০-১৯০৩) |
১। সমাজ ও জীব উভয়েই আকারে বৃদ্ধি পায়। মানবশিশু প্রাপ্তবয়স্ক হয়। মহল্লা থেকে মেট্রোপলিটন হয়, ক্ষুদ্র রাষ্ট্র থেকে সাম্রাজ্য তৈরি হয়।
২। প্রত্যেকে আকারে যত বড় হয় উভয়ের কাঠামো জটিলতর হতে থাকে।
৩। দুই ক্ষেত্রেই, কাঠামোগত পার্থক্যের কারণে কার্যকারিতায় অনুরূপ পার্থক্য দেখা দেয়।
৪। জীবদেহ ও সমাজ উভয়েই ক্ষুদ্রতর একক দ্বারা গঠিত। জীবের যেমন কোষ রয়েছে তেমন সমাজের রয়েছে ব্যক্তি। একাধিক কোষ মিলে যেভাবে বৃহত্তর অঙ্গ গঠন করে, একইভাবে একাধিক ব্যক্তি মিলে সমাজের বিভিন্ন অংশ গঠন করে।
৫। সমাজ ও জীব উভয়ই মূলত তিন ধরনের তন্ত্র বা ব্যবস্থার ওপর টিকে থাকে। এরা হলো - বিপাক তন্ত্র (sustaining system), সংবহন তন্ত্র (distributor or circulatory system), স্নায়ু তন্ত্র (regulatory system). জীবের জন্য খাদ্য হলো এর চালিকা শক্তি, সমাজের ক্ষেত্রে যা হলো কৃষি অথবা শিল্প। আমাদের শরীরের পরিবহন কলা রক্তের মতো, সমাজেও রয়েছে সড়কপথ, রেলপথ ইত্যাদি পরিবহন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা। প্রাণীর মস্তিষ্ক ও শ্বেতরক্তকণিকা যেভাবে দেহকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষতিকারক উপাদানের হাত থেকে তাকে রক্ষা করে, সরকার ও তার পুলিশ বা সেনাবাহিনী সমাজে অনুরূপ ভূমিকা পালন করে।
৬। সমাজ ও জীব উভয়কেই পরিবেশগত সমস্যা মোকাবেলা করতে ও এর সাথে অভিযোজন করতে হয়।
৭। সামগ্রিক ঐক্য নষ্ট হয়ে গেলেও দুই ক্ষেত্রেই পৃথক অঙ্গাদি কিছু সময়ের জন্য স্বতন্ত্রভাবে টিকতে পারে। উভয়ের অঙ্গসমূহ কিছু নির্দিষ্ট স্বাধীনতা ও সাময়িক অবিচ্ছিন্নতা ধারণ করে। উদাহরণসমূহ, যদি কেউ তার হাত হারায়, সেক্ষেত্রে তার মৃত্যু অবধারিত না। একইভাবে, সমাজ কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে হারানর মানে এই নয় যে সমাজের মৃত্যু ঘটবে।
৮। সমাজ ও জীবের অংশসমূহের স্বাতন্ত্র্য রয়েছে।
৯। উভয়ের জন্ম, বৃদ্ধি, ক্ষয়, ও মৃত্যু রয়েছে।
১০। জীবদেহের সুস্বাস্থ্য যেমন প্রতিটি কোষের সুস্থতার উপর নির্ভর করে, তেমনভাবে সমাজের প্রতিটি ব্যক্তির পৃথক ভালো থাকার উপর সমাজের সুষ্ঠু ক্রিয়াকলাপ উপর নির্ভর করে।
১১। যেভাবে শরীরে প্রতিনিয়ত ভাঙাগড়ার মাধ্যমে নতুন কোষ পুরাতন কোষের স্থান নেয়, একইভাবে সমাজে নতুন ব্যক্তি পুরাতন ব্যক্তির জায়গা গ্রহণ করে।
বলা বাহুল্য, 'জৈবিক সাদৃশ্যবাদ'-এর তীব্র সমালোচনা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সমালোচনা হলো, কোষের জীবনধারণের জন্য যেভাবে তাকে জীবদেহের ওপর বাধ্যগতভাবে নির্ভরশীল হতে হয়, ব্যক্তিকে সেভাবে সমাজের ওপর একান্ত নির্ভর করতে হয় না। তাছাড়া, দেহের ওপর মস্তিষ্কের নিয়ন্ত্রণের সাথে সমাজের ওপর সরকারের নিয়ন্ত্রণের তুলনা করলে সরকারের ক্ষমতা ও আধিপত্য স্বীকৃতি পায়।
বিক্রমাদিত্য's books on Goodreads
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন