গল্পের পাঁচটি মূল উপাদান হলো: চরিত্র পটভূমি দ্বন্দ্ব মূলভাব আখ্যান চরিত্র চরিত্র হলো একজন মানুষ অথবা হতে পারে কোনো প্রাণী যা গল্পের অথবা অন্য কোনো সাহিত্যের ক্রিয়ায় অংশ নেয়। চরিত্রকে যেসব উপায়ে জানতে পারি: - লেখকের সরাসরি বর্ণনার মাধ্যমে - তাদের কাজের মাধ্যমে - তাদের কথার (সংলাপের) মাধ্যমে - তাদের ভেতরকার চিন্তার মাধ্যমে - তাদের সম্বন্ধে অন্য চরিত্রদের কথা বা ভাবনার মাধ্যমে। পটভূমি গল্পের পটভূমি হলো ঘটনার সময় ও স্থান। লেখক কখনো কখনো দৃশ্যপট, ছবি, ভবন, মৌসুম বা আবহাওয়াকে ব্যবহার করে পটভূমিকে আরো জোরালভাবে তুলে ধরেন। দ্বন্দ্ব একটি গল্পের চরিত্রকে যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো দ্বন্দ্ব। দ্বন্দ্ব হলো একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বিরোধ। কেন্দ্রীয় চরিত্র মূল দ্বন্দ্বের এক পক্ষে থাকে। দ্বন্দ্ব হতে পারে : (১)বহিঃস্থ - অন্যদের সাথে কিংবা...
এখানে প্রেম আর বিপ্লব একই সাথে আসে। একই পথে চুপিসারে পাশাপাশি হাঁটে। এখানে বোধহয় তারা সমার্থক...