যদিও প্রত্যেক নির্মাতা যার যার শট লিস্ট আলাদা আলাদাভাবে তৈরি করে থাকেন, তবু কিছু সাধারণ উপাদান থাকেই যা সব লিস্টে পাওয়া যাবে। এর মধ্যে আছে:
১। শট নম্বর: প্রত্যেক শটের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা।
২। শটের বর্ণনা: ক্রিয়াকর্ম আর/অথবা সংলাপের সংক্ষিপ্ত বর্ণনা।
৩। শটের আকার: ফ্রেমের মধ্যে সাবজেক্ট কত বড় বা ছোট হবে।
৪। শটের ধরন: ক্যামেরা অ্যাঙ্গেল, ফ্রেমে কীভাবে সাবজেক্টকে রাখা হবে।
৫। গতি: ক্যামেরা কীভাবে নড়বে/নড়বে না।
৬। উপাদান: কোন ক্যামেরায় ধারণ করা হবে।
৭। লেন্স: যে লেন্স ব্যবহার করে শটটি ধারণ করা হবে।
৮। ফ্রেম রেট: যে হারে ফ্রেম ক্যাপচার করা হবে।
৯। স্থান: যে জায়গায় শটটা নেয়া হবে।
১০। অভিনেতা: ওই শটে যারা অভিনয় করবেন।
১১। শব্দ: শব্দ/সংলাপ কীভাবে ধারণ করা হবে।
১২। বাড়তি নোট: পরিচালক কলাকুশলীদের বাড়তি যা বলতে চান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন