নবাগতা,
বোধ হয় একটা কথা তোমার জানা দরকার
যে কথা
যে কথা এমনকি ভুয়োদর্শী চাঁদটা পর্যন্ত ভুলে গেছে
আমি তোমাকে বলতে চাই।
হাসতে পারো, কাঁদতে পারো, অবাক হতে পারো
আমি তো বুঝি
ঘটনাটা পুতুল খেলার মতো হালকা আর এস্থেটিক,
তারপরও--
আমাদের মতো যারা,
এক দিন, এক বার, এক মুহূর্তই আমাদের জন্য যথেষ্ট।
আর একটাবার বাজি রাখার মতো কোনো সম্বল নাই আমার
নিঃস্ব, বিশ্বাস করো,
তোমাকে আশীর্বাদ ছাড়া আর কী দিতে পারি।
চেয়ো না,
আমি তো আমার নিজের কাছেই নাই।
বোধ হয় একটা কথা তোমার জানা দরকার
যে কথা
যে কথা এমনকি ভুয়োদর্শী চাঁদটা পর্যন্ত ভুলে গেছে
আমি তোমাকে বলতে চাই।
হাসতে পারো, কাঁদতে পারো, অবাক হতে পারো
আমি তো বুঝি
ঘটনাটা পুতুল খেলার মতো হালকা আর এস্থেটিক,
তারপরও--
আমাদের মতো যারা,
এক দিন, এক বার, এক মুহূর্তই আমাদের জন্য যথেষ্ট।
আর একটাবার বাজি রাখার মতো কোনো সম্বল নাই আমার
নিঃস্ব, বিশ্বাস করো,
তোমাকে আশীর্বাদ ছাড়া আর কী দিতে পারি।
চেয়ো না,
আমি তো আমার নিজের কাছেই নাই।
কী বলব--
ক্রমশ লাল হতে থাকা আকাশ
লাল টিপ
আর ত্রস্ত হাতে আড়াল করা একটা সিঁথির লালে
আমি যে জন্মের নামে বন্ধকী পড়ে গেছি নবাগতা!
লাল টিপ
আর ত্রস্ত হাতে আড়াল করা একটা সিঁথির লালে
আমি যে জন্মের নামে বন্ধকী পড়ে গেছি নবাগতা!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন