২। জনরা
৩। এক লাইনের সারমর্ম লগ লাইন
৪। এক অনুচ্ছেদের সারমর্ম বা সিনোপসিস
৫। মূলভাব বা থিম
৬। পিচ
৭। অনুপ্রেরণা/অবলম্বন
৮। চরিত্র
৯। কৌশল বা ট্রিটমেন্ট
১০। স্টোরিবোর্ড
কার্যাধীন শিরোনাম
একে কখনো নির্মাণ শিরোনাম অথবা প্রস্তাবিত শিরোনামও বলা হয়। এটি কোনো পণ্য বা প্রকল্প বিকাশলাভের সময়, সাধারণত চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন অনুষ্ঠান, ভিডিও গেম, সঙ্গীত অ্যালবাম তৈরি অথবা উপন্যাস লেখার কালে অস্থায়ী শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়।
- একটি ভালো শিরোনাম একটি ভালো সূচনা অনুচ্ছেদের অনুরূপ: একে অবশ্যই কৌতুহলোদ্দীপক হতে হবে।
- পাঠকের মনোযোগ আকর্ষণ করতে হবে।
- বাকি অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেন রচনার বিষয়, যুক্তি, ও পদ্ধতির সাথে সহাবস্থানে থাকে।
- একটি শক্তিশালী শিরোনাম পাঠককে তথ্য দেয়া আশ্বস্ত করার কাজটি শুরু করে।
- শিরোনামের আরেকটি কাজ হলো রচনার বিষয়বস্তু ও মূল ভাবনা সম্পর্কে পাঠককে ধারণা দেয়ার মাধ্যমে তাদের মনোযোগ ও আগ্রহ আকর্ষণ করা।
- রহস্যজনক : প্রশ্ন, দ্বিধা, মূলভাবের সাথে সঙ্গতিপূর্ণ কোনো শব্দ ব্যাখ্যা ব্যতীত শিরোনাম হিসেবে ব্যবহার করে পাঠকের আগ্রহ উস্কে দেয়া যায়।
- সঙ্গীতের চরণ বা কবিতার পঙক্তি: জনরা ও মূলভাবের সাথে মিলে যায় এমন গানের চরণ বা কবিতার পঙক্তি শিরোনাম হিসেবে ব্যবহার করা যায়।
- শব্দের পরিবর্তন করে : গল্পের মূলভাব কিংবা কোনো চরিত্রের নামের আগে-পরে ক্রিয়া বা বিশেষণ যুক্ত করা যায়।
- দৃষ্টিভঙ্গি : চরিত্ররা নিজেদের যেভাবে দেখে, তাদের কোনো গুণ বা দুর্বলতা, অথবা গল্পকে কোনো অনন্য দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করা হলে তা শিরোনাম হিসেবে কার্যকর।
- দৃশ্যপট : যদি গল্পের প্রধান পটভূমি বা যাত্রাস্থানের মধ্যে কোনো বিশেষত্ব থাকে তাহলে তা শিরোনামে ব্যবহারের উপযোগী।
চারুকলা, সঙ্গীত, বা সাহিত্যের ধারা বা শ্রেণী। এটি একটি ফরাসি শব্দ বাংলায় যার সমার্থক শব্দ হতে পারে রীতি, শৈলী, ধরন।
জনরার শ্রেণিবিভাগ
ফিকশন জনরা
- কমিক/গ্রাফিক উপন্যাস
- অপরাধ/ডিটেকটিভ
- রূপকথা
- ঐতিহাসিক সাহিত্য
- হরর
- সমসাময়িক/বাস্তববাদী
- ছোটগল্প
- সাসপেন্স/থ্রিলার
- ওয়েস্টার্ন
নন ফিকশন জনরা
- জীবনী/আত্মজীবনী
- সাংবাদিকতা
- বাস্তব কাহিনী/ব্যক্তিগত কাহিনী
- ব্যবহার বিধি
এক লাইনের সারমর্ম বা লগ লাইন
লগ লাইন হলো একটি মাত্র বাক্য যাতে পুরো গল্পের বর্ণনা থাকে। যদিও, এটি পুরো প্রকল্পের প্রত্যক্ষ সারমর্ম নয়। এটি প্রকল্পের বিষয়বস্তুর একদম ভেতরে গিয়ে এক বা দুই বাক্যে মূলভাবটি ব্যাখ্যা করে।
এক অনুচ্ছেদের সারমর্ম বা সিনোপসিস
সিনোপসিস হলো একটি গল্পের প্রধান প্রধান জায়গাগুলির সংক্ষিপ্তসার। এটি এক অনুচ্ছেদ ব্যাপী একটি ছোট নথি। সিনোপসিস এমনভাবে গল্পের সংক্ষেপণ করে যাতে পাঠক পুরো চিত্রনাট্য না পড়েই দ্রুত গল্প সম্বন্ধে প্রয়োজনীয় ধারণা পেয়ে যায়।
মূলভাব বা থিম
পিচ
- গল্পের চেতনার সাথে পরিচয় করাতে এবং দৃষ্টিকোণ ব্যাখা করতে হবে।
- অন্য কথায় গল্পের বিষয়বস্তু সম্বন্ধে জানিয়ে লেখকের দৃষ্টিকোণ ও যুক্তি তুলে ধরতে হবে।
- বোঝাতে হবে কেন আইডিয়াটি সময় উপযোগী, অনন্য, গুরুত্বপূর্ণ, এবং লেখক বা পাঠকের জন্য আগ্রহজনক। আইডিয়া গঠনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো, কেন এই রচনা পড়তে গিয়ে পাঠক গল্পটি সম্বন্ধে আগ্রহী হবে।
অনুপ্রেরণা/অবলম্বন
চরিত্র
কৌশল বা ট্রিটমেন্ট
- কৌশল লেখা হবে ছোটগল্পের মতো করে এবং তৃতীয় পুরুষের দৃষ্টিকোণ থেকে।
- তিন অঙ্কের কাঠামোর মাধ্যমে সমাপ্তিসহ পুরো গল্পটিকেই এখানে উপস্থাপন করা হবে।
- যদিও এটি লেখা হবে ছোটগল্পের মতো; কিন্তু স্মরণে রাখা দরকার এটি গল্প নয়, চলচ্চিত্র।
- শুধুমাত্র দর্শক কী দেখবে ও শুনবে সেটুকুই লেখা থাকবে।
- মূল ভাবনাটি এখানে স্পষ্ট থাকবে - গল্পের বিষয়, মূল চরিত্রের পরিচয় ও চাহিদা, তার লক্ষ্য ও উদ্দেশ্য, গল্পের দ্বন্দ্ব, ঝুঁকি, চরিত্রের ক্রিয়া, দ্বন্দ্বের মীমাংসা, এবং চলচ্চিত্রের শেষে কী পরিবর্তন ঘটল।
স্টোরিবোর্ড
- পটভূমি দেখতে কেমন হবে;
- কারা উপস্থিত থাকবে;
- কী ক্রিয়া ঘটবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন